শিক্ষক ও শিক্ষার্থীর সুসম্পার্ক বদলে দিতে পারে শিক্ষা ব্যবস্থা -রাশেদ খান মেনন শিক্ষক ও শিক্ষার্থীর সুসম্পার্ক বদলে দিতে পারে শিক্ষা ব্যবস্থা -রাশেদ খান মেনন - ajkerparibartan.com
শিক্ষক ও শিক্ষার্থীর সুসম্পার্ক বদলে দিতে পারে শিক্ষা ব্যবস্থা -রাশেদ খান মেনন

4:05 pm , March 2, 2024

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। সে ক্ষেত্রে একজন শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সু সম্পর্ক প্রয়োজন। সেই সু সম্পর্কই বদলে দিতে পারবে শিক্ষা ব্যবস্থা। একজন শিক্ষক অতিরিক্ত সময় থেকে একটু সময় ছাত্র – ছাত্রীর সাথে কাটালে শিক্ষার্থীরা মনোযোগী হয়ে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারবে। তিনি শনিবার সকাল ১০ টায় উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতারন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্মাট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই জানিয়ে বিএন খান কলেজ বরিশাল জেলার সেরা বিদ্যালয়ে পরিনত করতে শিক্ষকদের প্রতি আহব্বান জানান মেনন এমপি। এ সময় কলেজ উন্নয়নে তিনি সহায়তা করার ঘোষনা দেন।
উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উজিরপুর পৌর সভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT