3:25 pm , February 28, 2024
পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায়
নিজস্ব প্রতিবেদক ॥ বিস্ফোরক মামলা থেকে জামিন পেলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ ৫ নেতা। বুধবার তিনি হাইকোর্ট থেকে এ জামিন লাভ করেন। মামলা দায়েরের প্রায় ৪ মাস পর জামিল মিললো তার। তার পক্ষের আইজীবী ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাড. জয়নাল আবেদীন।
গত বছরের অক্টোবর মাসে বরিশাল কোতয়ালী মডেল থানায় বরিশাল বিএনপির ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৩ জন নামধারী ও অজ্ঞাত ২ শতাধিক নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকসহ অনেক নেতাকর্মী জেল খেটেছেন এবং বর্তমানে জামিনে আছেন।