জামিন পেলেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদ জামিন পেলেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদ - ajkerparibartan.com
জামিন পেলেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদ

3:25 pm , February 28, 2024

পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায়

নিজস্ব প্রতিবেদক ॥ বিস্ফোরক মামলা থেকে জামিন পেলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ ৫ নেতা। বুধবার তিনি হাইকোর্ট থেকে এ জামিন লাভ করেন। মামলা দায়েরের প্রায় ৪ মাস পর জামিল মিললো তার। তার পক্ষের আইজীবী ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাড. জয়নাল আবেদীন।
গত বছরের অক্টোবর মাসে বরিশাল কোতয়ালী মডেল থানায় বরিশাল বিএনপির ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৩ জন নামধারী ও অজ্ঞাত ২ শতাধিক নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকসহ অনেক নেতাকর্মী জেল খেটেছেন এবং বর্তমানে জামিনে আছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT