4:18 pm , February 20, 2024
পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় বিষখালি নদীর তীরে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে, পাথরঘাটা পৌরসভার নীলিমা পয়েন্ট এলাকার বিষখালি নদীর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে পাথরঘাটার নীলিমা পয়েন্ট এলাকায় নদীর তীরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। গায়ে কোনো পোশাক ছিল না ওই মরদেহের। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয়রা আরো বলেন, কিছু দিন আগে সাগরে পটুয়াখালীর ট্রলার মালিককে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয় একই বোটের এক কর্মচারী। স্থানীয়রা ধারণা করেন হয়তো সেই মরদেহটি ভেসে এসেছে এখানে।
পাথরঘাটা থানা ওসি (তদন্ত) সাইফুজ্জামান বলেন, একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। কিছুদিন পূর্বে সাগরে জেলে হত্যা হয়েছে। তাদের পরিবারের লোকজন এসে সনাক্ত করলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।