নামাজ যেমন ফরজ তেমনি ফরজ পর্দা করা : শরফুদ্দীন বেগ নামাজ যেমন ফরজ তেমনি ফরজ পর্দা করা : শরফুদ্দীন বেগ - ajkerparibartan.com
নামাজ যেমন ফরজ তেমনি ফরজ পর্দা করা : শরফুদ্দীন বেগ

4:39 pm , February 16, 2024

জুম্মাবার
বিশেষ প্রতিবেদক ॥ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষদের বলেছেন – হে নবী মুমিন মুসলমানদের বলুন পর্দা করতে। দৃষ্টি সংযত রাখতে এবং লজ্জা স্থানের হেফাজত করতে। তারপর বলেছেন মুমিন নারীদের পর্দা করতে। এভাবেই জুম্মা দিনের আলোচনা শুরু করেন বরিশালের ঐতিহ্যবাহী স্টিমারঘাট জামে মসজিদের ঈমাম মাওলানা শরফুদ্দিন আহমেদ বেগ।
জুম্মার খুতবায় ঈমাম শরফুদ্দিন আহমেদ বেগ নবী করিম (সাঃ) এর মেরাজ গমন, রমজান এবং বায়তুল মোকাদ্দসে নামাজ আদায়ের ফজিলত নিয়েও আলোচনা করেন। তিনি সুরা নুর: ৩০- ৩১ ও ৩৩ আয়াত এ ব্যাখা তুলে ধরে বলেন ‘আল্লাহ পর্দা করতে বলেছেন। এ পর্দা কেমন হবে তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, ‘যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ’। (সূরা আহযাব: ৫৩)।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT