সাবেক উপজেলা চেয়ারম্যানসহ জেপি’র ১০ নেতাকর্মী জেলহাজতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ জেপি’র ১০ নেতাকর্মী জেলহাজতে - ajkerparibartan.com
সাবেক উপজেলা চেয়ারম্যানসহ জেপি’র ১০ নেতাকর্মী জেলহাজতে

4:30 pm , June 23, 2023

ভান্ডারিয়ায় আওয়ামীলীগ-জাতীয়পার্টি সংঘর্ষের ঘটনায়
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া উপজেলা আওয়ামীলীগ এর দায়ের করা মামলায় উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জলসহ মোট ১০ নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গেলে পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর নোমান তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।জামিন না মঞ্জুর হওয়া অন্যরা হচ্ছেন উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক রেজাউল হক রেজভী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জাহিদুর রহমান সরদার, পৌর ছাত্র সমাজের আহবায়ক মাহবুব শরীফ শুভ, যুব সংহতি নেতা মাসুদ সরদার, মঞ্জু সরদার, লিটন হাওলাদার, জাহিদুর রহমান হাওলাদার, মনির মাতুব্বর, সাগর। প্রসঙ্গত, জাতীয় পার্টি ইফতার মাহফিলকে কেন্দ্র করে এ বছরের ১৭ এপ্রিল ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দলের প্রায় ২৫ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় আওয়ামীলীগ ২টি এবং জাতীয় পার্টি জেপি ১টি মামলা দায়ের করেন। উভয় পক্ষ উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ এর শেষ দিনে গতকাল বৃহস্পতিবার উক্ত জেপির নেতাকর্মীরা পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পিরোজপুর কোর্ট পুলিশ পরিদর্শক বনি আমিন জানান, গতকাল বৃহস্পতিবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে, বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT