ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত

3:45 pm , May 6, 2023

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় চাকরি জাতীয়করণের দাবিতে উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং তার আওতাধীন  বাকশিস ও মাদ্রাসা শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভান্ডারিয়ার একটি অভিজাত হোটেলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মনির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন। উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন পলাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহ জাহান গাজী, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সাত্তার হোসেন বাদল, ফারুক হোসেন চান, মো: সবুর হাওলাদার, ইন্দুরকানি উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন, সদস্য মোঃ নুরুল হক, অধ্যাপক বরুন কুমার দাস প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT