বরিশালে সুধী সমাবেশে বক্তারা ॥ প্রথম আলোকে আরও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চাই বরিশালে সুধী সমাবেশে বক্তারা ॥ প্রথম আলোকে আরও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চাই - ajkerparibartan.com
বরিশালে সুধী সমাবেশে বক্তারা ॥ প্রথম আলোকে আরও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চাই

3:58 pm , March 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বরিশালে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর বগুড়া রোডের ক্রাউন কনভেশন হলে বিকেল সোয়া পাঁচটায় সুধী সমাবেশ শুরু হয়।
অনুষ্ঠানে প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদন এম জসীম স্বাগত বক্তব্যের পর কুড়িগ্রামের অবস্থিত প্রথম আলোর চর নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সমাজেরবিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি সহ ২০০ পাঠক-সুধী সমাবেশে অংশ নেন। অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, ‘প্রথম আলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের জীবন যাতে আরও মসৃণ হয়, আরেকটু ভালো হয়। চলার পথে যেসব প্রতিবন্ধকতা আছে, সেগুলা যাতে আমরা তুলে ধলতে পারি। সেগুলো দূর করার জন্য যাতে আমরা সহযোগিতা করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। এ জন্য আমরা এসেছি আজকে আপনাদের এখানে। আপনাদের কথা শুনতে। কারণ, পাঠকরাই হচ্ছে প্রথম আলোর শক্তি। ’ অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, প্রথম আলো আমাদের সঙ্গে এমনভাবে কথা বলবে এটাই আমরা চাই। প্রথম আলো নারীর অধিকার আদায় নিয়ে কাজ করছে। আমরা চাই প্রথম আলো মানুষের জন্য এইভাবে কাজ করে যাবে। আমরা চাই ধর্ম ,বর্ণ নির্বিশেষে প্রথম আলো সবাইকে নিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ আরও বলেন, ‘আমাদের একটি সম্পাদকীয় নীতিমালা আছে। যেখানে অসাম্প্রদায়িকতার কথা আছে।। গণতন্ত্র, সুশনসনের কথা আছে। ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘুসহ সবার অধিকার নিশ্চিত করার কথা আছে। এসব অধিকার বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ২৪ বছর আগে প্রথম আলো যাত্রা শুরু করেছিল। এখনই সেই অঙ্গীকার থেকে আমরা বিন্দুমাত্র সরে আসিনি।এসব অঙ্গীকার বাস্তবায়ন করতে গিযে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন ও প্রভাবশালী মহলের নানা রকম ভয়-ভীতি, চাপের মধ্যেও প্রথম আলো সেই কাজটি করে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে শুধু আমাদের পাঠকদের কারনে। কারণ, পাঠকই হচ্ছে আমাদের সমস্ত সাহসের শক্তি।
তিনি বলেন. আমাদের যার যার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সেটা আমরা সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিফলন হতে দিইনি। কারণ, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে। আমরা চাই, বাংলাদেশের জয় । আমরা চাই ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে মানুষ এগিয়ে যাক। আমরা মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল। আমরা মনে করি,বাংলাদেশে গণতন্ত্র দরকার, সাম্প্রদায়িকতার উচ্ছেদ দরকার। কারণ দেশ সবার।’
অনুষ্ঠানে নাট্যজন সৈয়দ দুলাল বলেন, প্রথম আলো এমন একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান যারা পাঠককে গুরুত্ব দেয়। এ জন্যেই প্রথম আলো প্রথম।
বঙ্গবন্ধু হত্যাকা-ের বিভিন্ন দলিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিজেদের অর্থে সংগহ করে তা পত্রিকায় প্রকাশ করে প্রথম আলো সত্য ইতিহাস জানার পথ অবারিত করেছে। এটা একটি সংবাদমাধ্যমের ইতিহাসে অনন্য এক উদাহরণ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পাঠকদের প্রশ্নোত্তরপর্ব শুরু হয়। পাঠকদের নানা প্রশ্নের উত্তর দেন সাজ্জাদ শরিফ। এ সময় প্রথম আলোকে বিভিন্ন পরামর্শ দেন পাঠকেরা। আঞ্চলিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল বরণ হালদার বলেন , প্রথম আলো মানুষের পত্রিকা , তাই আমাদের আবদার ও বেশি। আমার কোথায় যাচ্ছি, আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে তা আপনাদের গবেষণা থেকে উঠে আসবে এটা আমরা প্রত্যাশা করি। গ্রাম শহরের শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমাতে আমরা প্রথম আলোর ভূমিকা আশা
প্রবীন চিকিৎসক মো. হাবিবুর রহমান বলেন, বরিশালে ক্যানসার হাসপাতাল, শিশু হাসপাতালের নির্মাণ কাজে ধীরগতি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সংকট, শয্যা সংকট এনিয়ে প্রথম আলোর আরও সোচ্চার ভূমিকা চাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু জাফর বলেন, প্রথম আলো এসিড, মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে ইতিবাচক সাড়া ফেলেছে। একইভাবে এখন ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রথম আলো র ভূমিকা চাই। আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন,প্রথম আলো কৃষিবান্ধব প্রতিবেদন করে আসছে। তাদের আরও বেশি কৃষিক্ষেত্রের উদ্ভাবনগুলো ধরে প্রতিবেদন করতে হবে। জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী বলেন, প্রথম আলো আমাদের নারী অধিকার আন্দোলনের এক অনন্য ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও নারী অধিকার আদায়ের সংগ্রামে পাশে দেখতে চাই। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে আরও কতা বলেন, প্রশ্নোত্তর পর্বে আরও কথা বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভাইরোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক একেএম আকবর কবীর,সমাজ সেবক মো. মোহসীন, পরিবেশ আইনবিদ সমিতির বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, বাংলাদেশ পরিবেশ আন্দোলের বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম, সমাজসেবক আনোয়ারুল হক, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, প্রবীন আইনজীবী হিরণ কুমার দাশ, সংস্কৃতি সংগঠক কবি অধ্যাপক তপংকর চক্রবর্তী, উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সভাপতি সম্পাদক আরিফ হোসেন, সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দীন, সরকারি হাতেম আলী কলেজের শিক্ষক দেলোয়ার হোসেন, বরিশাল চারুকলার সংগঠক সুশান্ত ঘোষ, শিক্ষাখাতের উদ্যোক্তা আমীর হোসাইন, জগদীশ স্বারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসাদুল আলম, অক্সফোর্ড মিশন গির্জার ফাদার জন হালদার। বন্ধুসভার বন্ধু ঝুমুর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, আইনজীবী চাকরিজীবী, শিক্ষার্থী, নারী নেতা ও বিভিন্ন খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। জীবনানন্দ দাশের জন্মশহর বরিশালের এই অনুষ্ঠানে শুরুতে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীঁরে, এই বাংলায়’-গানটি গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন কণ্ঠশিল্পী মৈত্রী ঘড়াই।
অনুষ্ঠানে শেষে প্রদর্শন করা হয়’সেই আগুন ছড়িয়ে গেল সবখানে’। প্রমাণ্যচিত্র দেখে আপ্লুত হন উপস্থিত অতিথি ও পাঠকেরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT