শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুল হকের দাফন সম্পন্ন শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুল হকের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুল হকের দাফন সম্পন্ন

3:37 pm , March 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক পিএস এর সদস্য, বাকশিস এর সাবেক বিভাগীয় সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল হকের দাফন সম্পন্ন হয়েছে। ১০ মার্চ সকাল ৮টায় পপুলার হাসপাতালে মস্তিস্কে রক্ত ক্ষরন জনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। তার দুই ছেলে বিদেশে থাকার কারনে দ্বিতীয় জানাজার নামাজ গতকাল আছর বাদ নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে অনুষ্ঠিত হয়। পরে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ শেষে মরহুমের মরদেহে বাকশিস বরিশাল জেলার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল সহ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজার নামাজে অংশগ্রহণ করেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক বাহালুল আলম প্রমূখ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT