3:35 pm , March 13, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে আজও শুরু হয়নি টিসিবি কার্ডের পণ্য বিক্রি কার্যক্রম। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ঘরে ঘরে তাই ক্রেতাদের ভীড়। এমনকি কাউন্সিলর কার্যালয়ে এসে ক্রেতারা প্রশ্ন তুলে বলছেন, রমজান শুরুর আগে কি পাবো রমজানের পণ্য? এদিকে টিসিবি কর্তৃপক্ষ বলছেন, তারা সিটি মেয়রের নির্দেশনার অপেক্ষায় আছেন। মেয়রের নির্দেশনা পেলেই শুরু হবে পণ্য বিক্রি।
বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ্ কবীর, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী পারভেজ আবীর, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু এবং ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের সাথে কথা বলে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বরিশালে টিসিবি পণ্য বিক্রি হয়নি। রমজানের বাকী আর মাত্র সাত-আট দিন। তাই নগরবাসী টিসিবি পণ্য চাচ্ছেন। রোজা শুরুর আগেই খেজুর, ছোলাডাল, চিনি ও চালসহ টিসিবির পণ্য বিক্রি শুরুর দাবী বরিশালবাসীর।
নগরবাসীর চাহিদা বিবেচনা করে টিসিবি পণ্য বিক্রি বিষয়ে জানতে যুগ্ম-পরিচালক ও বরিশাল অফিস প্রধান মোঃ আল আমিন হাওলাদারকে ফোন করলে তিনি বলেন, আমরা এখনো বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনা পাইনি। তিনি নির্দেশনা দিলেই আমাদের পণ্য বিক্রি শুরু হবে, আমরা প্রস্তুত রয়েছি।
চলতি মাসের ১০ তারিখের মধ্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হওয়ার আশ্বাস দিয়েছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ। ১৩ মার্চ সোমবার তিনি জানান, এই বৃহস্পতিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হতে পারে। আসলে আমরা এখনো সব পণ্য হাতে পাইনি, যেমন চিনি, ডাল। যা যা টিসিবি পাবে তা আমাদের বুঝিয়ে দেবে। আর এর সাথে বরিশাল সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই বলে জানান সোহেল মারুফ। তিনি আরো বলেন, টিসিবি সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের প্রয়োজন হলে টিসিবির কাছে সাহায্য চাইতে পারে। টিসিবির কোনো কাজে সিটি করপোরেশনের ভূমিকা নেই। অনুমতি নেয়ারতো প্রশ্নই আসেনা।
বরিশালে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়নি শুনে বিস্ময় প্রকাশ করেছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান। তিনি বলেন, টিসিবি পণ্য বিক্রিতে মেয়রের নির্দেশনা কেন লাগবে? সিটি করপোরেশনের কাজতো এটা নয়। আমি এখনই বিষয়টি দেখছি।