হানিফ বাসের চাঁপায় এসআই নিহত, চালকসহ আটক ৩ হানিফ বাসের চাঁপায় এসআই নিহত, চালকসহ আটক ৩ - ajkerparibartan.com
হানিফ বাসের চাঁপায় এসআই নিহত, চালকসহ আটক ৩

3:28 pm , March 2, 2023

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বাসের চাঁপায় বরগুনা জেলা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ । নিহত নজরুল ইসলাম (৫৭) বরগুনা জেলা পুলিশের উপ-পরিদর্শক। সে জেলা পুলিশের বিশেষ শাখায় ওসি ওয়াচ পদে কর্মরত ছিলেন। সে বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউপির কাঠিপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ মাঝির ছেলে। গৌরনদী মডেল থানা পুলিশ ঘাতক হানিফ পরিবহনের বাস, চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। তারা হলো-চালক নেত্রকোনার মোহনগঞ্জ নোয়াগাও এলাকার বাসিন্দা নুর আহম্মেদের ছেলে মো. রনি মিয়া, হেলপার তার ভাই শাকিল মিয়া ও সুপারভাইজার ঠাকুরগাও সদর উপজেলার মাতৃগাও এলাকার সামসুল হকের ছেলে আরিফুর রহমান। মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বাকেরগঞ্জ উপজেলায় নিজ বাড়ী থেকে মোটর সাইকেল যোগে বরগুনায় কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠাতলী এলাকায় পৌছুলে বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, এসআই নজরুল ইসলামের লাশ বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আলাপ আলোচনার পর লাশের ময়না তদন্ত করা হবে কিনা, কোন থানা করবে সেই বিষয়ে সিদ্বান্ত নেয়া হবে। গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার বলেন, গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে হানিফ পরিবহনের বাস, চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়েছে। যাত্রীদের বিকল্প যানবাহনে গন্তব্যে পাঠিয়ে দেয়া হয়েছে। নিহতর শ্যালক হাবিবুর রহমান বলেন, এসআই নজরুল ইসলাম বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের হাওলাদার পাম্পের পিছনে বসবাস করতেন। ব্যক্তি জীবনে ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন শ্যালক হাবিবুর রহমান।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT