আগৈলঝাড়ায় প্রাথমিকের অধিকাংশ বই আসেনি, মাধ্যমিকের এসেছে অর্ধেক আগৈলঝাড়ায় প্রাথমিকের অধিকাংশ বই আসেনি, মাধ্যমিকের এসেছে অর্ধেক - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় প্রাথমিকের অধিকাংশ বই আসেনি, মাধ্যমিকের এসেছে অর্ধেক

2:57 pm , December 26, 2022

বই উৎসবের বাকী ৪দিন

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ এক সপ্তাহ পরেই নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই বিতরনের কথা থাকলেও না পাওয়ার শংকা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। প্রাথমিকের অধিকাংশ বই এখনও আসেনি ও মাধ্যমিকের এসেছে অর্ধেক। অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ২২ হাজার ২৩৬ সেট নতুন বই চাহিদার বিপরীতে পাওয়া গেছে প্রায় ৪ হাজার সেট বই। এর মধ্যে প্রাক প্রাথমিকে ৩ হাজার ৭শত সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। প্রথম শ্রেনীর ৩ হাজার ৬৮০ সেট চাহিদার বিপরীতে শুধু মাত্র বাংলা ও ইংরেজী বই এসেছে। গনিতের কোন বই এখনও আসেনি। দ্বিতীয় শ্রেনীর ৩ হাজার ৭৭৬ সেট চাহিদার বিপরীতে শুধু মাত্র ইংরেজী বই পাওয়া গেছে। বাকী বিষয়ের কোন বই এখনও আসেনি। তৃতীয় শ্রেনীর চাহিদা ৩ হাজার ৭৩০ সেট, চতুর্থ শ্রেনীর চাহিদা ৩ হাজার ৮৫০ সেট ও পঞ্চম শ্রেনীর চাহিদা ৩ হাজার ৫শত সেট বইয়ের মধ্যে কোন বই এখনও পৌছায়নি প্রাথমিক শিক্ষা অফিসে। অপরদিকে ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ হাজার ৬শত সেট নতুন বই চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৮ হাজার ৫৫০সেট বই। এর মধ্যে ষষ্ঠ শ্রেনীর চাহিদা ৩ হাজার ৫শত সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। সপ্তম শ্রেণীর চাহিদা ৩ হাজার ৩৫০শত সেট বইয়ের মধ্যে এখনও কোন বই আসেনি। অষ্টম শ্রেণীর চাহিদা ৩ হাজার ৩৫০ সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। নবম শ্রেণীর চাহিদা ৩ হাজার ৫শত সেট বইয়ের মধ্যে অর্ধেক বই এসেছে। বাকী বই কবে আসবে তা নিশ্চিত করে বলতে পারেনি শিক্ষা অফিস। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত সাংবাদিকদের বলেন, আমি আশাবাদী ঠিকাদারী প্রতিষ্ঠান ১ জানুয়ারীর পূর্বে বাকী সকল বই পৌছে দিবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT