সরকার নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করছে- এমপি শাওন সরকার নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করছে- এমপি শাওন - ajkerparibartan.com
সরকার নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করছে- এমপি শাওন

3:11 pm , December 21, 2022

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ৯৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ জনকে ল্যাপটপ ও মোবাইল প্রদান করা হয়েছে। বুধবার সকালে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এসব শিক্ষার্থীদের সংবর্ধনা ও মোবাইল-ল্যাপটপ প্রদান করা হয়। এতে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকারের আমলেই দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মেদ, ইউএনও অনামিকা নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ আরো অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT