সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো -পংকজ এমপি সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো -পংকজ এমপি - ajkerparibartan.com
সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো -পংকজ এমপি

3:31 pm , December 19, 2022

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ পাক হানাদার বাহিনীমুক্ত দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো। স্বাধীনতা বিরোধীরা এখনও একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার ৫০ বছরে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। সোমবার দুপুরে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর উদ্যোগে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা উদ্যানে এসে শেষ হয়। এসময় সাংসদ পংকজ নাথ মেহেন্দিগঞ্জের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা প্রদান করেন। আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আজিজ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, সদস্য ও কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর মিতা রানী দাস, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউপি চেয়ারম্যান আবদুল জলিল, ইউপি চেয়ারম্যান আবু রাশেদ মনি, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার,ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হারুন মোল্লা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, সাংবাদিক, কাউন্সিলর, শিক্ষক, সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT