3:27 pm , October 21, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কালিজিরা এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৫ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটায়িলন (এপিবিএন)। আটক করা হয়েছে দুই মাদক চোরাকারবারীকে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ অভিযান করা হয় বলে এপিবিএন’র পরিদর্শক শাহ মো. ফয়সাল আহম্মেদ জানিয়েছেন। আটক চোরাকারবারীরা হলো : সিলেটের শেখঘাট খাসিটোলা এলাকার কামাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৭) ও বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক হাওলাদারের ছেলে শাহিন (৩৫)। এপিবিএন’র পরিদর্শক শাহ মো. ফয়সাল আহম্মেদ জানান, গোপনে পাওয়া সংবাদে জানতে পারেন একটি প্রাইভেটকারে বিপুল পরিমান গাঁজার চালান বরিশাল নগরীতে আনা হচ্ছে। এ খবরে তার নেতৃত্বে একটি দল নগরীর কালিজিরা ব্রীজ এলাকায় অবস্থান নেয়। ওই এলাকা অতিক্রমকালে প্রাইভেট কার আটক করে তল্লাশী করা হয়। এ সময় প্রাইভেট কার থেকে ১৫ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার দাম ৭ লাখ ৭৫ হাজার টাকা বলে পরিদর্শক শাহ মো. ফয়সাল জানান।