আ.লীগ অসাম্প্রদায়িক দল হিসেবে সংবিধানেও ধর্ম নিরপেক্ষতা বজায় রেখেছে – আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আ.লীগ অসাম্প্রদায়িক দল হিসেবে সংবিধানেও ধর্ম নিরপেক্ষতা বজায় রেখেছে - আবুল হাসানাত আবদুল্লাহ এমপি - ajkerparibartan.com
আ.লীগ অসাম্প্রদায়িক দল হিসেবে সংবিধানেও ধর্ম নিরপেক্ষতা বজায় রেখেছে – আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

3:29 pm , October 16, 2022

পরিবর্তন ডেস্ক ॥ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সাথে আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে। রোববার আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির বাসায় এ সভা হয়। বিজয়া দশমী পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন, একমাত্র আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক এই দলটি শুধু তৈরীই করেননি; দেশের সংবিধানেও ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন। আপনারা অনেক সরকারের শাসনামল দেখেছেন, এর মধ্যে আওয়ামী লীগই হিন্দু ধর্মসহ অন্যান্য সকল সম্প্রদায়ের ধর্ম পালনে স্বাধীনতা প্রদান ও সার্বিক সাহায্য করে আসছে। আওয়ামী লীগ সরকার মন্দির নির্মানের জন্য ৩৪২ কোটি টাকা এবং  ৬ হাজার ৪৫০টি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা স্কুল কার্যক্রম চালু রেখেছে। তাই আগামী জাতীয় নির্বাচনে আপনারা কোন প্রতীকে আপনাদের রায় প্রদান করবেন সেই বিবেচনা আপনাদের উপরই ছেড়ে দিলাম।   মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দাস, গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সদস্য দুলাল দাসগুপ্ত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, পূজা উদযাপন পরিষদের সদস্য তারেক চন্দ্র দে, স্পন মন্ডল, হরেকৃষ্ণ হালদার, নিত্যানন্দ মজুমদার, পুলিন বাড়ৈ, রমনী কান্ত সরকার,তপন বসু।
এসময় গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, পূজা উদযাপন পরিষদের সদস্য নিখিল সমদ্দার, প্রদীপ লাহেড়ী উজ্জল, বিমল বিশ^াস, আশিষ তপাদার, সুব্রত মন্ডল, রথিন মন্ডলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT