বরিশালে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার ও ধ্বংস বরিশালে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার ও ধ্বংস - ajkerparibartan.com
বরিশালে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার ও ধ্বংস

4:09 pm , August 16, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে জেলি মিশ্রিত চিংড়ি উদ্ধারের পর ধ্বংস করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টায় চিংড়ি উদ্ধারের পর মঙ্গলবার সকালে ধ্বংস করা হয় বলে জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন। তিনি জানান, সাতক্ষীরা থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ যাত্রীবাহী বাসে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের একটি দল ওই বাসে তল্লাশী করে। এ সময় ১১টি কর্কশীটের বাক্সে ভর্তি ১৬০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ উদ্ধার করে দলটি।
বিমল চন্দ্র দাস জানান, জেলি পুশকৃত চিংড়ি পরিবহণকারীদের খুঁজে না পাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা চিংড়ি মাছের আনুমানিক বাজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা হবে। তিনি আরো জানান, জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT