সাংবাদিক অপুকে অপহরণ চেষ্টা মামলায় গ্রেপ্তার-৩ ॥ প্রাইভেট কার উদ্ধার সাংবাদিক অপুকে অপহরণ চেষ্টা মামলায় গ্রেপ্তার-৩ ॥ প্রাইভেট কার উদ্ধার - ajkerparibartan.com
সাংবাদিক অপুকে অপহরণ চেষ্টা মামলায় গ্রেপ্তার-৩ ॥ প্রাইভেট কার উদ্ধার

3:18 pm , June 3, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণ চেষ্টায় করারমামলার ৩ আসামীকে গ্রেপ্তার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টিনিশ্চিত করেছেন মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো.এনামুল হক। তিনি জানান, গত ২৯ মে নগরীর শীতলাখোলা এলাকায় সাংবাদিক অপূর্ব অপুকেঅপহরণ চেষ্টা করার অভিযোগে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। কোতয়ালী মডেলথানায় ওই মামলা করেছেন সাংবাদিক অপু। মামলায় অজ্ঞাতনাম ৫/৭ জনকে আসামী করা হয়েছে। ওই এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের ভিডিও ফুটেজপর্যালোচনা করে ও বিভিন্ন সুত্রে খবর পেয়ে জড়িত তিনজনকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলারমহিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারহয়েছে নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার মৃত আব্দুল বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে ছিডা মামুন, কাউনিয়ার আব্দুল বারেক হাওলাদারের ছেলে নুরুল মোমেন কোটন ও নথুল্লাবাদএলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ। মহানগরীর উপ- পুলিশ কমিশনার (ডিবি) মনজুর রহমান জানান, প্রাথমিকভাবেআসামিরা দাবী করেছেন মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক তার ভবনে দৈনিকসময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড টানিয়েছে। মামুনের সাথে সেটি নিয়ে সাংবাদিক অপূর্বর সাথেকথার কাটাকাটি হয়। সেজন্য মামুন সংবাদিক অপুকে হেনস্তা করার জন্য জেহাদ ও ট্যারাহবিবকে দায়িত্ব দেয়। তবেবিষয়টি পুরো তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না। মুমীতু কমিউনিটি সেন্টারেরমালিক শাহিন হোসেনমল্লিক মামুনের স্ত্রী মিতু আক্তার বলেন, সাংবাদিকঅপুর সাথে তার স্বামীর কোনো বিষয় নিয়েইঝামেলা নেই। অপু তাদের ভবনের গ্যারেজেদুই মাসের জন্য গাড়ী রেখেছে। সে ভাড়াও দিতে চেয়েছিলো, তার স্বামী ভাড়া নেয়নি। জেহাদ স্বামীকে ফাঁসাতে তার ভবনের সামনেঅপুর উপর হামলা ও অপহরণের চেষ্টা করেছে। সাংবাদিক অপূর্ব অপু বলেন, মুমীতুর মালিক মামুনের সাথেকোনো ঝামেলা বা ঝগড়া হয়নি। কি কারণে তার উপরজেহাদ সহ অন্যরা হামলা চালিয়েঅপহরণ চেষ্টা করেছে তা বলতে পারছি না। ওরাআমার উপর হামলার সময় নিউজ নিয়ে গালাগাল করেছে। কোন নিউজে ক্ষিপ্ত হয়েএমনটা করেছে তা পরিষ্কারনয়। মূলঅভিযুক্তদের গ্রেপ্তার করলে সব বেরিয়ে আসবে।সাংবাদিক অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টায় ব্যবহৃতপ্রাইভেটকার উদ্ধার করেছেপুলিশ। শুক্রবার দুপুরে নগরীর জর্ডন রোড এলাকার একটি ভবনেরগ্যারেজ থেকে কারটি উদ্ধার করাহয়। বিষয়টি নিশ্চিত করেগোয়েন্দা পুলিশের পরিদর্শক হরিদাসনাগ বলেন, প্রাইভেটকারটিভাড়ায় চালিত ছিলো। কারের মালিকেরবাসার গ্যারেজ থেকেইউদ্ধার করা হয়। তবে এর সাথে সাংবাদিকেরউপর হামলা ও অপহরণ চেষ্টায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT