ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর নগরী সয়াবিন তেল শূন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর নগরী সয়াবিন তেল শূন্য - ajkerparibartan.com
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর নগরী সয়াবিন তেল শূন্য

3:05 pm , May 11, 2022

বিশেষ প্রতিবেদক ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তরা সয়াবিন তেলের বোতলের স্টিকারে উল্লিখিত মূল্যে তেল বিক্রীতে বাধ্য করার পর বরিশালের বাজার থেকে সয়াবিন তেল রাতারাতি উধাও হয়ে গেছে। কিছু দোকানে গোপনে তেল বিক্রী করলেও তা সর্বনি¤œ ১৯৮ টাকা লিটারে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। তবে প্রায় সব দোকানেরই সাফ কথা, ‘তেল নেই’।‘অতিরিক্ত লাভের আশায় সব পর্যায়ের দোকানিরা তেল বিক্রী বন্ধ করে দিয়েছে’ বলে অভিযোগ ক্রেতাদের। মঙ্গলবার নগরীর সাগরদি ও রহমতপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার পর নগরীর রূপাতলী, সাগরদি, চৌমাথা ও বাংলাবাজার এলাকার কোন বাজারে প্রকাশ্যে তেল বিক্রী করতে দেখা যায়নি। দোকানিরা জানিয়েছেন, ‘কোম্পানীর প্রতিনিধিরা গত কয়েকদিন যাবত ভোজ্য তেল সরবরাহ না করায় তাদের মজুত শূণ্য’। জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন তারা প্রতিদিনই অভিযান চালাচ্ছেন। কিন্তু ব্যবসায়ীদের অসহযোগিতার কারনে ভোক্তারা বঞ্চিত হচ্ছেন। তবে কাউকে ক্রেতাদেরকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করতে দেয়া হবে না বলেও জানান প্রশাসনের কর্মকর্তাগন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT