তেলের আগুন এখন পিঁয়াজ বাজারে তেলের আগুন এখন পিঁয়াজ বাজারে - ajkerparibartan.com
তেলের আগুন এখন পিঁয়াজ বাজারে

3:01 pm , May 11, 2022

বিশেষ প্রতিবেদক ॥ তেলের আগুনের আঁচ এখন পিঁয়াজের বাজারে। এই মূহুর্তে খুচরা বাজারে কেজি প্রতি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫/৪০ টাকা দরে যা গতকালও বিক্রি হয়েছে ৩০/৩৫ টাকা দরে। বরিশালের সদর রোডের পিঁয়াজু ও চটপটি বিক্রতা নজু মুন্সি দু দিন দোকান না খোলার কারণ দেখিয়ে বলেন, দু টাকা করে পিঁয়াজু বিক্রি করে আমার জীবীকা। গত দুইদিন তেল কিনতে না পেরে দোকান বন্ধ রেখেছি। পরে ভোক্তা অধিকারের অভিযানে ১৬০ টাকা দরে পাঁচ লিটার সয়াবিন কিনতে পেরেছি। তাই আজ দোকান খোলার ইচ্ছে। কিন্তু একটু আগে (দুপুরে) বাজারে গিয়ে দেখি পিয়াজের দামও কেজিতে ১০ টাকা বেড়ে গেছে। বরিশালের বাংলা বাজার এলাকার ব্যবসায়ী ধলু জানালেন, আড়তে পিঁয়াজ নেই। এলসি বন্ধ বলছেন আড়ৎদার ও পাইকাররা। আজ বস্তা প্রতি পিঁয়াজ কিনেছি ১৩২০/১৪০০ টাকায়। এরপর পরিবহন খরচ। নগরীর নতুন বাজার, পোর্ট রোড বাজার, সাগরদি বাজারেরও একইচিত্র। এই সময় কয়েকটি দোকানে পিঁয়াজ কিনতে মানুষের ভিড় দেখে এগিয়ে গেলে একজন ক্রেতা অন্যদের সাবধান করতে বলেন, এভাবে ভিড় করে বেশি পিঁয়াজ আপনারা কিনুন, এটাই চায় ব্যবসায়ীরা। ওরা এখন সরকারের সাথে সাপলুডু খেলছে। তেলের মজুত ধরে রাখতে না পেরে পিঁয়াজ দিয়ে শোধ নিতে চাচ্ছে। তার এ কথায় ভিড় অনেকটা হাল্কা হয়ে যায় নতুন বাজার এলাকায়। তবে এখানের খুচরা ব্যবসায়ীরা আঙ্গুল তুলছেন পাইকার ও আড়ৎদারদের প্রতি। তাদেরও দাবী, সরকার তেল গুদামজাতে অভিযোগে জরিমানা করার ফলে ব্যবসায়ীরা একজোট হয়ে এখন পিঁয়াজ নিয়ে ষড়যন্ত্র করছে। আর পাইকারী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক দুলাল মৃধার পক্ষে ব্যবসায়ী শিপন তালুকদার জানান, ভারত বন্যার কারনের পেয়াজ আমদানীর এলসি বন্ধ রেখেছে। এ জন্য ভোক্তা প্রতি কেজি ৩৫-৩৮ কেজিতে বিক্রি হচ্ছে। চকবাজার-কাঠপট্টি-লাইনরোড-পদ্মাবতি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম বলেন, ঘূর্ণিঝড় অশনীর প্রভাবে ভারতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই ভারত পিঁয়াজ রপ্তানী ও এলসি বন্ধ করেছে বলে ঢাকার পাইকাররা বলছে। আমরা এ বিষয়ে এখনো কিছু জানিনা। যশোর ও খুলনায় ফোন করছি, কেউ ফোন ধরছেনা। তবে গতকাল যশোর -খুলনা থেকে কোনো পিয়াজের ট্রাক আসেনি শুনেছি। বিষয়টি শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বরিশালবাডীকে উদ্বিগ্ন না হবার পরামর্শ দিলেন। তিনি বলেন, আমাদের গুদামে পর্যাপ্ত পিঁয়াজ মজুদ রয়েছে। ভয়ের কোনো কারণ নেই। পিঁয়াজের বস্তা এখনো ৭০০/৯০০ টাকার বেশি হবার কথা নয়। আষাঢ় শ্রাবণে বর্ষা মৌসুমে সামান্য কিছু বৃদ্ধি পেতে পারে। এলসি বন্ধ বা এ জাতীয় কথা যারা বলছেন তারা মিথ্যা বলছেন। ভয় দেখাচ্ছেন। আমাদের পর্যাপ্ত পিঁয়াজ মজুদ আছে। তেলের বাজারে অভিযানের পাশাপাশি আমরা এখন থেকে পিয়াজ ও অন্যান্য পণ্যের মজুতদারিও পর্যবেক্ষণ করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT