লালমোহনে মানবিকতার পরিচয় দিলেন ইউএনও লালমোহনে মানবিকতার পরিচয় দিলেন ইউএনও - ajkerparibartan.com
লালমোহনে মানবিকতার পরিচয় দিলেন ইউএনও

3:41 pm , April 25, 2022

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন গজারিয়া খালগোড়া এলাকা থেকে তাদের আটক করে মৎস্য অফিস। পরে আইন অনুযায়ী আটককৃত প্রত্যেক জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করলেও তাদেরকে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী প্রদান করেন ইউএনও পল্লব কুমার হাজরা। একইসাথে সরকারি আইন মেনে চলাসহ জেলেদের বিভিন্ন সচেতনতামূলক পরামর্শও প্রদান করেন তিনি। ইউএনওর এমন কর্মকা-কে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন উপস্থিত জনগণ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল; ১০ কেজি চাল, ডাল ১ কেজি, তৈল আধা লিটার, লবন ১ কেজি ও আলু ২ কেজি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, মেরিন ফিশারিজ অফিসার তানভীর আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT