ভোলার বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলে নিয়ে গভীর রাতে ঘর নির্মান ভোলার বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলে নিয়ে গভীর রাতে ঘর নির্মান - ajkerparibartan.com
ভোলার বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলে নিয়ে গভীর রাতে ঘর নির্মান

3:33 pm , April 21, 2022

মো: আফজাল হোসেন, ভোলা ॥ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলে নিয়ে একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে গভীর রাতে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত বলেছেন, জমি ভাগবাটোয়ারা হয়নি এখন পর্যন্ত। আদালতের বাহিরে চুল পরিমান ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী ওসির। দীর্যদিন ধরেই বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের দরুন বাজার সংলগ্ন ১১ শতাংশ জমি নিয়ে মুক্তিযোদ্ধা সন্তান মো: বদরুজ্জামান চৌধুরীর সাথে একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলম চৌধুরীদের সাথে দ্বন্ধ হয়। এ দ্বন্ধের ফলে আদালতে উভয় পক্ষের মামলা রয়েছে। যে কোন ধরনের বিশৃংখলা এড়াতে বিরোধীয় ঐ জমিতে আদালত ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা প্রদান করা হয়। বিরোধীয় জমি খালী থাকায় ঐ জমিতে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সাচরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলম চৌধুরী পক্ষ মো: বদরুজ্জামান চৌধুরীর রেকর্ডিয় জমিতে একটি টিন সেট ঘর উত্তোলন করে। এবং তার চার পাশে দখলে নেয়ার জন্য সীমানা প্রাচীর নির্মান করে। সকালে এঘটনা দেখে মো: বদরুজ্জামান চৌধুরী বোরহানউদ্দিন থানায় জানালে থানা থেকে এএসআই মো: মাহফুজ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে স্থানীয়দের সাথে কথা বলেন। একই সাথে ঘটনাস্থলে থাকা মো: বদরুজ্জামান চৌধুরীর অভিযোগের সত্যতা পেয়ে তাকে শান্ত থাকার অনুরোধ করেন। অপরদিকে অভিযুক্ত মো: মাহাবুব আলম চৌধুরী পক্ষের সাথে তার নিজ বাড়ির সামনে কথা বলতে গেলে তার ছেলে শিথিল চৌধুরীসহ বেশ কয়েকজন ঐ পুলিশ অফিসার এর সাথে দুর্ব্যবহার করেন। এসময় সাংবাদিকরা মাহাবুব আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জমি এখনো বুঝিয়ে দেয়নি। তা নিয়ে দ্বন্ধ আছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ওয়াল নির্মানের কথা স্বীকার করেন। এদিকে বোরহানউদ্দিন থানার ওসি মো: শাহীন ফকির বলেন, সকালেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তবে যে কেউ হোক আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীকে চুল পরিমান ছাড় দেয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT