উজিরপুরে শিশুর কান কামড়ে পালিয়েছে পাগলা কুকুর উজিরপুরে শিশুর কান কামড়ে পালিয়েছে পাগলা কুকুর - ajkerparibartan.com
উজিরপুরে শিশুর কান কামড়ে পালিয়েছে পাগলা কুকুর

1:00 am , March 9, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলায় এক শিশুর কান কামড়ে পালিয়েছে পাগলা কুকুর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার গাজীরপাড় গ্রামে। আহত শিশু মানসুরাকে (৫) বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের নুরুল ইসলামের কন্যা। নুরুল ইসলাম জানান, বেলা ১১ টার দিকে মানসুরা অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলছিলো। এ সময়ে গ্রামের একটি পাগলা কুকুর এসে কন্যার
উপর হামলা করে। পাগলা কুকুরটি কন্যাকে কামড়ে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে মানসুরার ডান কান কামড়ে নিয়ে যায়। এ সময় মানসুরার ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে কুকুরটি পালিয়ে যায়। পরে মানসুরাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নুরুল ইসলাম বলেন শুধু আমার মেয়েকে নয়, গ্রামের একাধিক মানুষকে কামড়িয়েছে এই পাগলা কুকুর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT