বাকেরগঞ্জে ভিটে দখল ও মিথ্যা অভিযোগের মামলা থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে ভিটে দখল ও মিথ্যা অভিযোগের মামলা থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ভিটে দখল ও মিথ্যা অভিযোগের মামলা থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন

2:53 pm , January 23, 2022

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাস স্ট্যান্ড সংলগ্ন আশরাফ আলীর কন্যা উম্মে সালমা তার বাবার বসত বাড়িতে গত ২২ জানুয়ারি দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে জানান, ১৪ নং নিয়ামতি ইউনিয়নের জেল ১১নং মৌজার ১৩৯৪ ও১০১৪ নং খতিয়ানের ১০৭৩/১০৭৪ নং দাগ থেকে সঞ্জায় কুমার মিস্ত্রির ওয়ারিশ সুত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে ১৯৯৬ সালে আমার পিতা আরশাফ আলী ও আমার মা নুরনাহার ১১.৭৫ শতাংশ জমি ক্রায় সুত্রে ও দলিল মূলে ভোগ দখল করে আসছে। উক্ত ভোগ দখলি জমিতে আমাদের বসত ঘরের সামনে আমাদের একটি টিন সেট কাঠের দোকান ঘর রয়েছে। ২০২১ সালে ১০৭৪ দাগ থেকে মোসলেম আলী সিকদারের কাছ থেকে ২.২০ শতাংশ জমি আমার তিন ভাইয়ের নামে দলিল করা হয়। কিছুদিন পুর্বে কাঠের দোকান ঘরটি পাকা ঘর নির্মান করতে গেলে মৃত্যু তোবারক ফরাজির পুত্র আনিছুর রহমান ফরাজি ঐ জমি ক্রয় সুত্রে মালিকানা দাবি করেন। এছাড়াও উক্ত সম্পত্তিতে ৯.৫৫ শতাংশ বিরোধী জমি আমরা প্রায় ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছি। উক্ত রিবোধী জমি নিয়া বরিশাল বিজ্ঞ জেলা জজ আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে। যাহার মামলা নং- ৬০/২০১৯ এবং দেওয়ানী ১০/২০২০ নং মোকাদ্দাম চলমান রয়েছে। এছাড়াও ডিগ্রি মামলা চলমান রয়েছে যহার মামলা নং-১১/৯৮। অথচ আনিছুর রহমান সহ আবুল হোসেন, মহারাজ, জাহাঙ্গির, রানা সহ সঙ্ঘবদ্ধ ভূমিদস্যু সন্ত্রাসীরা পাঁচ লক্ষ টাকা দাবি করেন টাকা দিতে না পারায় আমার পরিবারের লোকজনকে মারধর করেন হামলায় আমার বোন মাসুমা গেগমের মাথায় লাঠি দিয়ে পিটাইয়া রক্তাক্ত জখম করেন। হামলার বিষয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয় এবং আদালতে মামলা দায়ের করি যাহার মামলা নং- সিআর ৫২৭/২১। অথচ হামলাকারিরা আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এমন পরিস্থিতিতে বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আমাদের জিবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বাড়ি ঘরে এসে রাতের আধারে ইট পাটকেল ছুড়ে ও আমাদের বাড়িঘর ছেড়ে যেতে হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT