3:20 pm , October 21, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে নগরীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১ টায় কাশিপুরের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউ-েশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক আলম হোসেন, সহকারী পরিচালক (ইমাম প্রশিক্ষণ একাডেমি) আসমা আক্তার, ফিল্ড অফিসার রেজা মোঃ মহসিন প্রমুখ। শুরুতে অতিথিরা ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে। পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরিশেষে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।