উনিশ মাস পরে খুলেছে বরিশাল বিশ্ববিদ্যালয় উনিশ মাস পরে খুলেছে বরিশাল বিশ্ববিদ্যালয় - ajkerparibartan.com
উনিশ মাস পরে খুলেছে বরিশাল বিশ্ববিদ্যালয়

3:17 pm , October 21, 2021

ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলেন ভিসি

বিশেষ প্রতিবেদক ॥ দীর্ঘ ১৯ মাস পরে বরিশাল বিশ^বিদ্যালয়ের স্বপ্নিল ক্যম্পাসে উচ্ছ্বাস ভরা মন নিয়ে ফিরেছে ছাত্র-ছাত্রীরা। করোনা মহামারীর শুরুতে গত বছর ১৭ মার্চ সারা দেশের মত বরিশাল বিশ^বিদ্যালয়ও বন্ধ হয়ে যায়। অনেক অনিশ্চিত প্রতিক্ষা আর অপেক্ষার পরে গতকাল বৃহস্পতিবার সকালে ছাত্রÑছাত্রীদের কোলাহলে মুখরিত হয়েছে বরিশাল বিশ^বিদ্যালয় ক্যাম্পাস। পুরনো বন্ধুদের কাছে পেয়ে এবং প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে বেশীরভাগ ছাত্রÑছাত্রীই আবেগ ধরে রাখতে পারেনি। অনেকেই প্রিয় বন্ধুদের কাছে পেয়ে জড়িয়ে ধরে মুখের হাসিতেই চোখের পানিতে কপাল ভিজিয়েছে।
তবে দক্ষিণাঞ্চলে করোনা মহামারী পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দেশ ছেড়ে যায়নি। তাই বিশ^বিদ্যায় কর্তৃপক্ষের ছিল সব ধরনের সতর্কতা। মাস্ক পরিধান সহ সব ধরনের স্বাস্থ্য বিধি অনুসরনে ভিসি ড. মো. সাদেকুল আরেফিন সহ শিক্ষক মন্ডলি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষন করছেন। এছাড়াও বিভিন্ন বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ভিসি ড. মো. সাদেকুল আরেফিন।
তবে ক্লাস শুরুর প্রথম দিনে রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার লাল দোতালা বাস ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়নি। সব কিছু গুছিয়ে উঠতে সময় লাগছে বলে জানিয়ে দু-এক দিনের মধ্যেই ছাত্রÑছাত্রীদের পরিবহন সুবিধার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। বিআরটিসিও বিশ^বিদ্যালয়ের জন্য ৬টি দোতালা সহ ৭টি বাস প্রস্তুত করে রেখেছেন বলে জানা গেছে।
প্রথম দিনের পরীক্ষা বা ক্লাসের পরে অনেক ছাত্রÑছাত্রীই ক্যাম্পাসের বিভিন্নস্থানে পুরনো আড্ডায় মেতে উঠেছিলো। প্রিয় বন্ধুরা সব সময়ই অতি কাছের। তবে করোনা মহামারীর সতর্কতায় মাস্ক পড়ে এবং শ্রেণী কক্ষে দুরত্ব বজায় রেখেই বসতে হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরনে ক্যাম্পাসে নানা নির্দেশনাও টানানো হয়েছে।
তবে করোনার চোখ রাঙানী সহ অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই প্রায় ৮ হাজার ছাত্রÑছাত্রীকে নিয়ে বরিশাল বিশ^বিদ্যলয় ক্যাম্পাস ফিরেছে তার স্বরূপে। বিশ^বিদ্যলয়ের ভিসি ড. মোঃ সাদেকুল আরেফিন জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ছেলে মেয়েদের চলতে বলেছি। আমরাও তদারকি করছি। করোনা মহামারীতে বন্ধের কারনে সেশন জট প্রসঙ্গে ভিসি বলেন, আমরা বন্ধের মধ্যেও অন লাইনে ক্লাস নিয়েছি। অনেক বিভাগের পরীক্ষা স্ব-শরীরেও অনুষ্ঠিত হয়েছে। তার পরেও কিছুটা পিছিয়ে পড়লেও তা সম্ভব স্বল্পতম সময়ে কাটিয়ে ওঠার সর্বাত্মক চেষ্টা চলবে বলেও জানান তিনি।
ইতোপূর্বেই বিশ^বিদ্যলয়ের ৪টি হলের ৩ টিতে এক ডোজ ভ্যাকসিন গ্রহনকারী ছাত্রÑছাত্রীরা উঠে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানটির বেশীরভাগই কোন টিকা গ্রহন করতে পারেনি জাতীয় পরিচয়পত্র না থাকায়। বিশ^বিদ্যালয়ের ভিসি তার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রÑছাত্রীদের দ্রুত এনআইডি প্রদান বা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশন সহ স্বাস্থ্য বিভাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চললেও খুব অগ্রগতি হয়নি বলে জানা গেছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগনও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কিন্তু দক্ষিণাঞ্চলে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানে এখনো তেমন কোন আশার আলো দেখা যাচ্ছেনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT