বাকেরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক বাকেরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক - ajkerparibartan.com
বাকেরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক

3:17 pm , June 12, 2021

 

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলা ছাত্রসমাজের সভাপতিসহ চার মোটরসাইকেল চোর আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। সরকারি হেল্প লাইন ৯৯৯ ফোন পেয়ে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ফিরোজ আলমের ছেলে বাকেরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সভাপতি আবদুল্লাহ আল আজাদ(২১), বাকেরগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ডের আমির আলী বেপারীর ছেলে মেহেদী হাসান শাকিল(২২), নলছিটি উপজেলার রাজনগর গ্রামের মোঃ হোসেন মল্লিকের ছেলে মোঃ সাইদুল ইসলাম ইমরান(২২) এবং পটুয়াখালী জেলার বদরপুর ইউনিয়নের তেলিখালি গ্রামের বেলায়েত হোসেন মৃধার ছেলে মোঃ রিপন মৃধা (২৫)। আটককৃতদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় চুরি মামলা দায়ের করে শনিবার জুন জেল হাজতে পাঠানো হয়। সরজমিনে জানা যায় চোরাই মোটরসাইকেলটির ভাগাভাগির বিষয়ে শুক্রবার দুপুর ২ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিরোধ হলে আব্দুল্লাহ আল আজাদ ও মেহেদী হাসান শাকিল চোরাই মোটরসাইকেল টি নিয়ে পালিয়ে যেতে পারে সেই সন্দেহে চার চোরের মধ্যে মোঃ সাইদুল ইসলাম ইমরান নিজেকে আড়াল করার জন্য সরকারি ৯৯৯ হেল্প নম্বরে ফোন করে অবশেষে নিজেও পুলিশের হাতে আটক হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা বলে তাদের সাথে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের আরো ৪/৫ জন লোক জরিত আছে এবং তারা বাকেরগঞ্জ সহ বিভিন্ন এলাকা হতে মটরসাইকেল চুরি করে কম মূল্যে বিভিন্ন ব্যাক্তিদের নিকট বিক্রি করে মর্মে স্বীকার করেছে। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন-অপরাধী যে দলেরই হোক না কেন আইনের চোখে সে অপরাধী। মোটরসাইকেল চোরের সিন্ডিকেটের সাথে আরো যারা জরিত রযেছে তাদেরকেও আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT