করোনা মোকাবেলায় বাসদের হেল্প ডেক্স চালু করোনা মোকাবেলায় বাসদের হেল্প ডেক্স চালু - ajkerparibartan.com
করোনা মোকাবেলায় বাসদের হেল্প ডেক্স চালু

3:15 pm , April 4, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ দেশব্যাপি করোনার দ্বিতীয় ঢেউয়ে নগরীতে ২৪ ঘন্টা করোনা হেল্প ডেক্স চালু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা কমিটি। গতকাল রোববার নগরীর ফকির বাড়ী রোডে বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়েছে। এছাড়াও ডেস্কের উদ্বোধন করেছেন বাসদ জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, গত বছর করোনা কালে সংকট মোকাবেলায় একটি করোনা আইসোলেশন সেন্টার চালুর চেস্টা করেছিলাম। সে সময় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রশাসনের সাথে যোগাযোগ করার পরও কোন ধরনের অবকাঠামো না পাওয়ার কারনে তা করা হয়ে উঠেনি। বর্তমানে করোনা দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা ও করোনা ইউনিটে বেড স্বল্পতার কারনে ‘করোনা রোগীদের আইসোলেশন সেন্টার চালু করার পরিকল্পনা গ্রহন করেছি। করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ডাক্তার, নার্স সেবিকা, দক্ষ ভলান্টিয়ার, অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটারসহ সব কিছুই রয়েছে। করোনার ২য় ঢেউ মোকাবেলায়ও গণসচেতনতা তৈরিতে প্রচারপত্র বিলি, মাইকিংসহ নানান কর্মসূচি হাতে নিয়েছি। এছাড়াও করোনা রোগীদের চিকিৎসাসেবা ও কাউন্সেলিংসহ যে কোন সংকটে পাশে দাড়ানোর জন্য আজ থেকে ‘২৪ ঘণ্টা করোনা হেল্প ডেক্স’ চালু করা হচ্ছে। যে কোন করোনা রোগী বা করোনা উপসর্গের যে কেউ আমাদের (০১৫৭২-৩১৪০৮৫, ০১৭১১ ২২৭৫১৯, ০১৭৯৭-১৪৬৪৬৯) এই নাম্বারগুলোতে ফোন করে ফ্রি চিকিৎসা, ঔষধ, পরামর্শ, ফ্রি অক্সিজেন সার্ভিসসহ নানান সুবিধা নিতে পারবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT