বানারীপাড়ায় সরফুদ্দিন সান্টুর অর্থায়নে ছাত্রদলের উপহার ও ইফতার সামগ্রী বিতরন বানারীপাড়ায় সরফুদ্দিন সান্টুর অর্থায়নে ছাত্রদলের উপহার ও ইফতার সামগ্রী বিতরন - ajkerparibartan.com
বানারীপাড়ায় সরফুদ্দিন সান্টুর অর্থায়নে ছাত্রদলের উপহার ও ইফতার সামগ্রী বিতরন

2:57 pm , May 13, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরনায় বরিশাল জেলা ছাত্রদলের দিক নির্দেশনা এবং বানারীপাড়া-উজিরপুর বিএনপির প্রতিনিধি দলের দুর্দিনের কান্ডারী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য দানবীর খ্যাত বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহাম্মেদ সান্টুর নিজ অর্থায়নে কোভিড-১৯ গৃহবন্দি কর্মহীন মানুষের সহয়তায় এবার উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপহার ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ১৩ মে বুধবার সকাল ১০ টায় বিরামহীন উপহার ও ইফতার সামগ্রী বিতরনের ধারাবাহিকতায় উপজেলা বিএনপির তত্ত্বাবধানে বন্দর বাজারে পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিকের ভবনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য দ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, পিয়াজ, বুট ও চিড়া ইত্যাদি। এ উপহার ও ইফতার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধক্ষ সেলিম মিয়া, পৌর বিএনপির সভাপতি আহসান হাবিব নান্না হাওলাদার, সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাঝি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জকু, ছাত্রদল নেতা সজল দাস, পাভেল হাওলাদার,রুবেল,রনি, শাহাদাত হোসেন,মোঃ রিয়াজ প্রমূখ। উল্লেখ্য কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রভাব শুরু থেকেই অসহায় দরিদ্র, কর্মহীন নেতাকর্মী ও সাধারন জনগনের সহায়তায় দানবীর খ্যাত জনবান্ধব নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার নিজ তহবিল থেকে উজিরপুর এবং বানারীপাড়ায় বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে প্রথম ধাপে ১০ লাখ ও পরবর্তীতে ২ লাখ টাকা প্রদান করেছেন বলে জানাগেছে। এছাড়াও রমজান মাস জুড়ে এস সরফুদ্দিন সান্টুর পক্ষ থেকে উপজেলার সামর্থহীন মানুষের মাঝে আরও নগদ অর্থ যা দিয়ে মানুষ সেহরী ও ইফতারী সামগ্রী ক্রয় করতে পারেন তার ব্যবস্থা করা হবে বলে আস্বস্থ করেছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT