৬ জেলা মিলে বিএনপির ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ৬ জেলা মিলে বিএনপির ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন - ajkerparibartan.com
৬ জেলা মিলে বিএনপির ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

2:35 pm , May 10, 2020

বিএনপির বরিশাল বিভাগীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষন সেল’র আহবায়ক শিরিন

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা ও পর্যবেক্ষন কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল কেন্দ্রেীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল এর আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত দলীয় প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সারাদেশের ন্যায় বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক করা হয়েছে কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিনকে । এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি এ্যাড মজিবর রহমান সরোয়ার, কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ – সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী নুরুজ্জামান বাবলু, নির্বাহী কমিটির সদস্য ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, ঝালকাঠী জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ঝালকাঠী জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড আবুল কালাম শাহিন, ভোলা জেলার বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশীদ টু ম্যান, বরগুনা জেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল হালিম, বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার ও পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড ওয়াহিদ সরোয়ার কালাম। বরিশাল বিভাগীয় করোনা (কোভিড -১৯) পরিস্থিতি পর্যবেক্ষন করে সকলের পাশে থাকার জন্য আহবান জানানো হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গতকাল সারাদেশে মরনঘাতক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সবগুলো বিভাগীয় পর্যায়ে ত্রাণ ও পর্যবেক্ষন কমিটি গঠন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও বিএনপি জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষন সেল’র আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT