বরিশালের ২১ জনের কাছে করোনা পরাজিত বরিশালের ২১ জনের কাছে করোনা পরাজিত - ajkerparibartan.com
বরিশালের ২১ জনের কাছে করোনা পরাজিত

3:33 pm , May 2, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলায় নতুন করে আরো দু’জনের শরীরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ জন। শুক্রবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে জেলায় করোনা সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়া তিন জনের মধ্যে একজন বরিশাল মহানগরীর বাসিন্দা (৪২), অপর একজন মেহেন্দিগঞ্জের (৬৫) এবং উজিরপুরের বাসিন্দা (৪৮)। এদের মধ্যে একজন নারী এবং দু’জন পুরুষ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে এদের নমুনা পরীক্ষা করা হলে তিন জনের রিপোর্ট পজেটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই তিন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তারা যাদের সংস্পর্শে গেছেন এবং তাদের আশপাশের বসবাসকারীদেরও লকডাউন করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ এপ্রিল প্রথম বরিশালে বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে একজন করে করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়। পর্যায়ক্রমে জেলার ১০টি উপজেলাতেই শনাক্ত হয় আক্রান্ত রোগী। বর্তমানে বরিশাল মহানগরীতে ১৫ জন, বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, মুলাদীতে ১ জন, হিজলায় ৩ জন, আগৈলঝাড়ায় ১ জন, গৌরনদীতে ২ জন, উজিরপুরে ২ জন, বানারীপাড়ায় ২ জন, মেহেন্দিগঞ্জে ৩ জন এবং বাকেরগঞ্জে ১ জন করে করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮ জন চিকিৎসক এবং ২ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ মে শুক্রবার পর্যন্ত ২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে মুলাদী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্তের আগেই তার মৃত্যু হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT