ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন তরুনরা, ছিটকে পড়ছে হাইব্রিড নেতারা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন তরুনরা, ছিটকে পড়ছে হাইব্রিড নেতারা - ajkerparibartan.com
ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন তরুনরা, ছিটকে পড়ছে হাইব্রিড নেতারা

2:54 pm , November 1, 2019

খান রুবেল ॥ পাল্টে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের হালচিত্র। নবীন আর প্রবীনদের সমন্বয়ে সাজানো হচ্ছে কমিটি গুলো। সভাপতি পদে জ্যেষ্ঠদের অগ্রাধিকার মিললেও সাধারণ সম্পাদক পদে আসছে নতুন মুখ। মূল্যায়ন হচ্ছে তৃনমুল থেকে উঠে আসা নবীন নেতৃত্বের। সম্প্রতি ঘোষনা হওয়া চারটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি এমনটাই ইঙ্গিত দিচ্ছে। মহানগর আওয়ামী লীগ সূত্রে জানাগেছে, ‘নভেম্বরে ঢাকায় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলর অনুষ্ঠিত হবে। তাই এর আগেই দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, মহানগর এবং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়নে এরই মধ্যে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অধীনস্ত প্রতিটি ইউনিট কমিটি গঠন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। বিশেষ করে গত ২০ অক্টোবর থেকে শুরু হয়েছে মহানগর আওয়ামী লীগের অধিনস্ত ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন। সর্বশেষ শুক্রবার বিসিসি’র ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নগরীর ক্লাব রোডে। এ সম্মেলনের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ইতিমধ্যে সম্পন্ন হওয়া ওয়ার্ডগুলোর সম্মেলনেও তারাই ছিলেন।
এদিকে প্রতিটি ওয়ার্ড কমিটিতেই পদ প্রত্যাশীদের তালিকায় হাইব্রিড এবং অনুপ্রবেশকারী নেতাদের আনাগোনা দেখা যাচ্ছে। যারা চাচ্ছেন সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ। কিন্তু মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিশেষ করে ওয়ার্ড আওয়ামী লীগকে ঢেলে সাজানোর মূল দায়িত্বে থাকা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বিচক্ষনতায় সুবিধা করতে পারছে না তারা। একে একে বাদ পড়ে যাচ্ছে বিতর্কিত এবং হাইব্রিড নেতারা। তাছাড়া মহানগর আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের নেতৃত্ব দেয়া নেতারাও একাধিক পদ লাভের সুযোগ পাচ্ছে না।
সম্প্রতি নগরীর ১, ২৮. ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা হয়েছে। ওই চারটি কমিটিতে যারা নেতৃত্বে এসেছেন তারা সবাই আওয়ামী লীগ পরিবারের লোক বলে জানিয়েছেন ওয়ার্ড সংশ্লিষ্ট নেতারা। তাছাড়া কমিটিতে যারা পদ পেয়েছেন তারা বিতর্কের উর্ধ্বে ক্লিন ইমেজের লোক। সব থেকে বড় বিষয় হচ্ছে ওয়ার্ড আওয়ামী লীগে নেতৃত্বের সুযোগ পাচ্ছেন তৃনমুলের ত্যাগি নেতারা।
মহানগর এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন, ‘দীর্ঘ বছর পরে চলমান ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে নেতৃত্ব বাছাইয়ের কৌশলটা অনেক প্রশংসনীয় হচ্ছে। বিশেষ করে তৃনমুলকে মূল দলের নেতৃত্বের সুযোগ দেয়াটা অনেক বড় বিষয়। যা সম্ভব হচ্ছে শুধুমাত্র মহানগর আওয়ামী লীগের তরুন নেতা ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বিচক্ষনতার কারনে। এসব কারনে চলমান ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন নিয়ে প্রবীনদের তুলনায় নবীনদের মধ্যেই উদ্দিপনা বেশি লক্ষনীয় হচ্ছে। তাই কমিটি গঠনের ক্ষেত্রে অন্য ওয়ার্ডগুলোতে ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যৎ মহানগর আওয়ামী লীগ আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি হাইব্রিড এবং বিতর্কিতদের অনুপ্রবেশের সুযোগ থাকবে না বলে মনে করছেন প্রবীন নেতারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT