2:49 pm , October 1, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ স্ব-পদ ফিরে পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতা বশির আহম্মেদ ঝুনু। সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে মেয়র পদের প্রার্থী হওয়ায় এ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছিলো। তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে জাপার জেলার যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার স্ব-পদে পূর্নবহাল করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে তাকে স্ব-পদে পূর্নবহাল করেছেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এ সংক্রান্ত দলীয় প্যাডে দেয়া পত্র থেকে ওই তথ্য জানা গেছে।
বশির আহম্মেদ ঝুনুর বরাবরে পাঠানো ওই পত্রে উল্লেখ করা হয়েছে, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি কর্তৃক আদিষ্ট হয়ে বশির আহম্মেদ ঝুনুকে বহিস্কারাদেশ ২৯ সেপ্টেম্বর থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ঝুনুর দলীয় ওই দুই পদে পূর্নবহাল করা হয়েছে। এ আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।