চাঞ্চল্যকর রিয়াজ হত্যা মামলার বাদীকে আদালত চত্ত্বরে হত্যার হুমকি চাঞ্চল্যকর রিয়াজ হত্যা মামলার বাদীকে আদালত চত্ত্বরে হত্যার হুমকি - ajkerparibartan.com
চাঞ্চল্যকর রিয়াজ হত্যা মামলার বাদীকে আদালত চত্ত্বরে হত্যার হুমকি

3:25 pm , July 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরমোনাই’র বুখাইনগরে চাঞ্চল্যকর দলিল লেখক রেজাউল করিম রিয়াজ হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি দিয়েছে আসামি আমিনা আক্তার লিজার স্বজনরা। গত বুধবার আদালত চত্ত্বরে প্রকাশ্যেই বাদীকে মামলা তুলে নিতে বলে এমন হুমকি দেয় তারা। ওই ঘটনার পর থেকেই জীবন সঙ্কায় ভুগছেন মামলার বাদী ও নিহত রিয়াজের ভাই মো. মনিরুল ইসলাম রিপন। ঘটনার বিষয়ে তৎক্ষনিকভাবে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবগত করেছেন। তবে নিজের জীবনের নিরাপত্তার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট দাবী জানিয়েছেন মামলার বাদী মনির হোসেন।
তিনি জানান, বুধবার ১৭ জুলাই রিয়াজ হত্যা মামলার ধার্য্য তারিখ ছিলো। ওই তারিখে হাজিরা দিতে আদালতে যান মনিরুল ইসলাম রিপন। এসময় আদালত চত্ত্বরে নিহত রিয়াজের স্ত্রী এবং হত্যা মামলার আসামী আমিনা আক্তার লিজা’র মা মনোয়ারা বেগম ও ভাই ইমন হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে পথরোধ করে। এসময় তারা হত্যা মামলা তুলে নিতে নয়তো, ওই মামলা সংক্রান্ত বিষয়ে আদালতে হাজির না হওয়ার জন্য বাদীকে নির্দেশ দেয়। এতে বাদী রাজী না হওয়ায় রিয়াজের মত করেই বাদী রিপনকেও মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন বাদী রিপন।
উল্লেখ্য, সম্পত্তি আত্মসাত ও সার্বিক দিক থেকে সুখে থাকতে গত ১৮ এপ্রিল পরকিয়া প্রেমিক ও তার সহকারীকে নিয়ে পরিকল্পিতভাবে দ্বিতীয় স্ত্রী আমিনা আক্তার লিজা খুন করে তার স্বামী চরমোনাই’র বুখাইনগরের বাসিন্দা দলিল লেখক রেজাউল করিম রিয়াজকে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিজাকে পুলিশ আটক করে। পরে লিজা হত্যার দায় স্বীকার করে নেন। পাশাপাশি ঘটনার সাথে তার পরকিয়া প্রেমিক মাসুম ও ইদ্রিস জড়িত রয়েছে বলে তথ্য দেয়। এই ঘটনায় নিহতের ভাই মো. মনিরুর ইসলাম রিপন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT