পেঁয়াজ প্রতি কেজি ২৫০ টাকা !! পেঁয়াজ প্রতি কেজি ২৫০ টাকা !! - ajkerparibartan.com
পেঁয়াজ প্রতি কেজি ২৫০ টাকা !!

2:47 pm , November 15, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে খুচরা বাজারে পেয়াজের প্রতি কেজির দাম আরো এক দফা বাড়ানো হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৫০ টাকা। বৃহস্পতিবার রাত পর্যন্ত ২০০ টাকা কেজি দরে বিক্রি করা পেয়াজ রাত পোহানোর সাথে সাথে গতকাল শুক্রবারে প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে। তবে পাইকারী বাজারে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। আর এই কারণে বাজার মনিটরিংএ নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নগরীর নতুন বাজার ঘুরে দেখা যায়, শুক্রবার সকাল থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম বৃহস্পতিবারের চেয়ে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। পাইকারী বিক্রেতাদের কথার সাথে খুচরা বাজারের দরে কোনো মিল নেই। পেঁয়াজ এই বাজারে বিক্রি করা হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা প্রতি কেজি। সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে বরাবরের মত যুক্তি দিয়েছেন বিক্রেতারা। এদিকে শোনা যাচ্ছে বৃহস্পতিবার তুরস্ক থেকে আমদানী করা পেয়াজ নগরীর বাজারে এসেছে। এই পেঁয়াজ পাইকারী ১৬০ এবং খুচরা ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে দাবী করা হচ্ছে। অপরদিকে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। ক্রেতারা জানিয়েছেন, ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করে রেখে কৃত্তিম সংকট তৈরী করেছে। সাধারণ মানুষের পক্ষে পেঁয়াজ কেনা অসাধ্য বিষয় হয়ে উঠেছে। একটি মুরগীর থেকে পেঁয়াজের দাম বেশী। দুই কেজি পেঁয়াজ কিনতে ৫শ টাকার প্রয়োজন হয় বাংলাদেশের বাজারে। বাজার মনিটরিং এর খবর শোনা গেলেও প্রশাসন ব্যর্থ বলে মনে হচ্ছে ক্রেতাদের। লালমোহন প্রতিবেদক জানান, বৃহস্পতিবার পেঁয়াজের কেজি ২০০ টাকা বিক্রি হলেও একদিনের ব্যবধানে শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ টাকায়। গ্রাম-গঞ্জে এর দাম আরও বেশি। খেটে খাওয়া মানুষ এখন পেঁয়াজ কিনতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে। ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার তাদেরকে পেঁয়াজ পাইকারী ২২০ টাকা করে কিনতে হয়েছে। পেঁয়াজের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের সাথে বাক-বিত-া হচ্ছে ব্যবসায়ীদের। এতে অনেক ব্যবসায়ী তাদের দোকানে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। শুক্রবার লালমোহন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। লালমোহন বাজারের সুমা ষ্টোরের মালিক ইকবাল হোসেন জানান, ঢাকার শ্যাম বাজার থেকে পাইকারী কিনতে হচ্ছে ২১৫ টাকা করে কেজি। তা লঞ্চ যোগে লালমোহন আনতে আরও ৫ টাকা করে খরচ হচ্ছে। যার কারণে লালমোহনের বাজার ২৩০-২৪০ টাকা করে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। অতিরিক্ত দামের কারণে শুক্রবার তিনি ঢাকা শ্যাম বাজার থেকে মাত্র ১ বস্তা পেঁয়াজ এনেছেন।মহাজনপট্টির দত্ত ষ্টোরের মালিক উত্তম কুমার দে বলেন, পেঁয়াজের দাম অতিরিক্ত হওয়ায় ক্রেতাদের সাথে বাকবিত-া হয়। তাই পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন এ ব্যবসায়ী।লালমোহন করিম রোড এলাকার ক্রেতা মহিন আহম্মেদ জানান, তিনি শুক্রবার সকালে উত্তর বাজার থেকে ১ কেজি পেঁয়াজ ২৪০ টাকা দিয়ে কিনেছেন। আক্ষেপ করে তিনি বলেন, একদিন আগে পেঁয়াজ কিনলে ৪০ টাকা বেচে যেতো।লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, বাজার মনিটরিং করে উচ্চ মূল্যে পেঁয়াজ বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT