মেহেন্দিগঞ্জে এমপি পংকজ’র সোলার বিতরণ ও সাইক্লোন সেল্টার উদ্বোধন মেহেন্দিগঞ্জে এমপি পংকজ’র সোলার বিতরণ ও সাইক্লোন সেল্টার উদ্বোধন - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে এমপি পংকজ’র সোলার বিতরণ ও সাইক্লোন সেল্টার উদ্বোধন

6:28 pm , May 8, 2018

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪শ ১১টি পরিবারের মাঝে সোলার বিতরণ করেণ সংসদ সদস্য পংকজ নাথ। সোলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার অঙ্গীকার মোতাবেক মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার নদী বেষ্টিত বিভিন্ন ইউনিয়নে দূর্গোম এলাকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের। মেহেন্দিগঞ্জ-হিজলাবাসী আর অন্ধকারে থাকবে না। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেণ। গতকাল সকাল ১১টায় মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী ধূলখোলা ইউনিয়নে ২৭৬টি পরিবারের মাঝে সোলার বিতরণ করে ধূলখোলা ইউনিয়ন পরিষদ দ্বিতল ভবনের উদ্বোধন শেষে বিকাল ৪টায় মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে ৭৩টি পরিবারের মাঝে সোলার বিতরণ করে পূর্ব দড়িরচর খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন সেল্টার উদ্বোধন করেন। পরে ভাষানচর ইউনিয়নের বাগরজা গ্রামে ৬২টি পরিবারের মাঝে সোলার বিতরণ করে সন্ধ্যায় চানপুর ইউনিয়নের ৬৩৫টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেণ। এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর রাশেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, হিজলা উপজেলা আ’লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি সহিদ শাহ্, পৌর আ’লীগের সাধারন সম্পাদক রিপন দেবনাথ, ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান মকবুল আহম্মেদ দপ্তরী সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT