6:56 pm , June 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ইনডাকশন প্রশিক্ষন শেষে সনদ তুলে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার ওই প্রশিক্ষন শেষে সনদ তুলে দেয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে নগরীর ভাটিখানায় উপজেলা রিসোর্স সেন্টারে সাত দিন ব্যাপী ওই প্রশিক্ষন দেয়া হয়। সেখানে সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষন নেয়া শিক্ষক-শিক্ষিকাদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি ইন্সট্রাকটর (ইউআরসি) মোঃ মিজানুর রহমান ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা জেরিন। প্রশিক্ষনে তৃতীয় ব্যাচের নবনিয়োগ প্রাপ্ত ২৪ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহন করেন।