হিজলায় ২৭ জেলে আটক ২ লাখ টাকা জরিমানা হিজলায় ২৭ জেলে আটক ২ লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
হিজলায় ২৭ জেলে আটক ২ লাখ টাকা জরিমানা

3:52 pm , October 13, 2025

হিজলা প্রতিবেদক ॥ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হিজলার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ২৭ জেলেকে আটক করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ড দিয়ে তাড়ানোর পরে সংযুক্ত খালে জেলেরা ট্রলার সহ খালে অবস্থান করলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে জেলেদের জালসহ আটক করা হয়। মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে আমাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশের ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
যৌথ অভিযানে ২৭ জনকে আটক, ২২ লাখ মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মারুফুল ইসলাম, কোস্টগার্ড কর্মকর্তা মাসুদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইলিয়াস সিকদার জানান, আটককৃত ২৭ জেলেকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT