4:48 pm , July 2, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে ভাসুরের হাত ধরে ছোট ভাইয়ের স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি উত্তমের স্ত্রী বীথিকা রাণী কে নিয়ে পালিয়ে যায় একই এলাকার অতুল মিস্ত্রীর ছেলে অসিম মিস্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন কাঠমিস্ত্রি উত্তমের স্ত্রী ৩ সন্তানের জননী বীথিকা রাণী ঘরে রক্ষিত নগদ অর্থ এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ভাসুর অসিমের সাথে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীর সন্ধান চেয়ে স্বামী উত্তম মিস্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
উত্তম মিস্ত্রী বলেন, আমি ঘটনার দিন বাজার থেকে ফিরে দেখি ঘরে তালা লাগানো, চাবি নিচে রাখা। ছেলে-মেয়ে জানায়, তাদের মা ঘরে নেই। আমি অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন স্থানীয়দের কাছে জানতে পারি আমার কাকাতো ভাই অসিম মিস্ত্রী প্রায় সময় আমাদের বাসায় আসা-যাওয়া করতো। আমার চাচাতো ভাইয়ের সাথে বীথি পরকীয়া সম্পর্কে জড়ায়। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উত্তম মিস্ত্রী নামে এক ব্যক্তি তার স্ত্রী কে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে একটি জিডি করেছেন।