নিজ বাড়ীর সামনে মোটরসাইকেল চাপায় প্রান গেলো শিশুর নিজ বাড়ীর সামনে মোটরসাইকেল চাপায় প্রান গেলো শিশুর - ajkerparibartan.com
নিজ বাড়ীর সামনে মোটরসাইকেল চাপায় প্রান গেলো শিশুর

4:41 pm , July 2, 2025

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে মোটরসাইকেল চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার  দুপুরের দিকে কাউখালী-ভিটাবাড়িয়া সড়কে চিরাপাড়া সালেক সরদারের বাড়ির  সামনে এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, চিরাপাড়া গ্রামের দুলাল মোল্লার মেয়ে এমই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার (৭) কাউখালী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরছিলো। বাড়ির দরজায় এসে ভাড়া দেওয়ার সময় পিছন থেকে একটি বেপরোয়া মোটরসাইকেল সামিয়াকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায়। এসময়  তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মোটরসাইকেল আরোহী সহ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। গুরুতর আহত সামিয়াকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নেওয়ার নিলে সেখানে তার মৃত্যু হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি  মো: সোলায়মান জানান, অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT