বরিশালে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক বরিশালে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক - ajkerparibartan.com
বরিশালে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক

3:46 pm , June 2, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরিশাল মেট্টোপলিটন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বন্যাসহিষ্ণু আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল নগরীর খামারবাড়িতে কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মোসাম্মৎ মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।  মেট্টোপলিটন কৃষি অফিস আয়োজিত এই অনুষ্ঠানে ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) রেজাউল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য)  মুসা ইবনে সাঈদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান)  শহিদুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার  শেখ হাবিবুর রহমান,  মেট্টোপলিটন কৃষি অফিসার জয়ন্তি এদবর, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগে দক্ষিণাঞ্চলে বর্ষায় কিংবা জোয়ারের পানিতে ধানগাছ ১০-১২ দিন ডুবে থাকলে ফসল হতো না। তবে বন্যাসহিষ্ণু জাত উদ্ভাবনের পর এই সমস্যা আর নেই। তাই এ ধরনের জাত কৃষকের মাঝে ছড়িয়ে দিলে বরিশাল অঞ্চলে ধানের উৎপাদন বাড়বে।  মেট্টোপলিটন কৃষি অফিসার বলেন,  তার উপজেলায় ২শ’  জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির প্রত্যেককে ৫ কেজি হারে  ব্রি ধান-৫১ এবং ব্রি ধান-৫২’র বীজ  এবং রাসায়নিক সার হিসেবে  ১০ কেজি করে ডিএপি ও এমওপি বিনামুল্যে বিতরণ করা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT