নগরীতে ফিলিস্তিনের মানুষের পক্ষে গণমানুষের সমাবেশ চারিদিকে একটাই শ্লোগান ধ্বংস হোক ইসরায়েল নগরীতে ফিলিস্তিনের মানুষের পক্ষে গণমানুষের সমাবেশ চারিদিকে একটাই শ্লোগান ধ্বংস হোক ইসরায়েল - ajkerparibartan.com
নগরীতে ফিলিস্তিনের মানুষের পক্ষে গণমানুষের সমাবেশ চারিদিকে একটাই শ্লোগান ধ্বংস হোক ইসরায়েল

2:51 pm , April 7, 2025

বিশেষ প্রতিবেদক ॥ অসাধারণ ও ঐক্যবদ্ধ একটি গণজমায়েত। দলমত ও ধর্ম নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষের সমাগম নিয়ে ব্যতিক্রমী এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরিশাল নগরীতে। এই সমাবেশ ফিলিস্তিনের মানুষের পক্ষে গণমানুষের সমাবেশ। চারিদিকে একটাই শ্লোগান – হে আল্লাহ রক্ষা করুন ফিলিস্তিন, ধ্বংস করুন ইসরায়েল রাষ্ট্র।  বরিশাল অঞ্চলের ছাত্র জনতা, শ্রমিক, চাকুরিজীবি থেকে শুরু করে মুসলমানসহ অন্যান্য ধর্মের ঐক্যবদ্ধ এক প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ পেয়েছে দখলদার ইসরায়েল ও মদদদাতা আমেরিকার ট্রাম্প সরকারের বিরুদ্ধে।
গতকাল সোমবার সকাল দশটায় বরিশালের অশ্বিনী কুমার টাউনহলের সামনে গণমানুষের এই বিক্ষোভ সমাবেশ থেকে একাটাই সম্মিলিত ধ্বনি উচ্চারিত হয়- হে আল্লাহ গাজা ও ফিলিস্তিনকে রক্ষা করুন। ইসরায়েল রাষ্ট্র বিলুপ্ত করে দিন।
গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়ে বরিশালে সকাল দশটায় মার্চ ফর ফিলিস্তিন কর্মসূচির এই আয়োজন করেছিল বরিশালের সর্বস্তরের জনগণ। এই কর্মসূচিকে ঘীরে সকাল থেকেই নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নগরবাসী অশ্বিনী কুমার টাউনহলের সামনে জড়ো হন। এরপর গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নিয়ে সদর রোড থেকে জেলা প্রশাসক কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ন কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশ শেষে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। একইসাথে ইসরাইল ও ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে ভারতে মুসলিম বিরোধী আইন বাস্তবায়নের নিন্দা জানান।
বক্তারা এ সময় কর্মসূচীতে গাজায় শান্তিচুক্তি উপেক্ষা করে গণহত্যা, জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলোর নিরবতার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
মার্চ ফর প্যালেস্টাইন – শীর্ষক এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামি ছাত্র আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বরিশালের সর্বস্তরের মানুষ।
এছাড়াও দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ, বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, অমৃত লাল দে কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে।
এদিকে বিকেলে একই দাবীতে বিক্ষোভ মিছিল করেছে  বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। মঙ্গলবার দেশব্যাপী কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া সব মসজিদে নামাজ শেষে ফিলিস্তিন এর মুসলিমদের জন্য দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT