১৭ বছরে সবাই অত্যাচারের শিকার হয়েছে : সরোয়ার ১৭ বছরে সবাই অত্যাচারের শিকার হয়েছে : সরোয়ার - ajkerparibartan.com
১৭ বছরে সবাই অত্যাচারের শিকার হয়েছে : সরোয়ার

4:16 pm , March 23, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বরিশাল সদর আসনের সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। শুধু তাই নয় এদেশে আলেম-ওলামাদের উপর অত্যাচার করেছে। গত ১৭ বছরে কেউ মুখ ফুটে কথা বলতে পারেনি। সবাই অত্যাচারের শিকার হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গণতন্ত্রকে রক্ষা করতে হবে, এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোন বিকল্প নেই। গতকাল রোববার নগরীর একটি অভিজাত হোটেলে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদ বরিশাল  জেলার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান মুন্না। প্রধান আলোচক ছিলেন রফিকুল ইসলাম, এইচ এম শামীম রেজা, ফরহাদ হোসেন তালুকদার, জামায়াত নেতা মতিউর রহমান, গণধিকার পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, জেলার সাধারণ সম্পাদক এইচ এম হাসান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT