4:51 pm , February 13, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ মৎস্য সম্পদ সুরক্ষায় কীর্তনখোলা নদীর বিভিন্ন স্থানে বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। খুলনা নৌ অঞ্চলের অধীনে বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন বানৌজা শহীদ আখতার উদ্দিনের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদুল হাসান।
তিনি জানান, দেশের মৎস্য সম্পদ উন্নয়নে চারটি ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘বিশেষ কম্বিং অপারেশন’ চলবে। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সব অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হবে।
গত ৯ ফেব্রুয়ারি থেকে অভিযানের তৃতীয় ধাপ শুরু হয়। এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার ৪০০ মিটার বেহুন্দি জাল আর দেড় হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়েছে। এসব জালের বাজার মূল্য প্রায় ৭১ লাখ টাকা। এর পাশাপাশি অভিযান থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। জব্দ করা জাল চরকাউয়া এলাকার নদীর তীরে পোড়ানো হয়। আর জব্দ করা মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।