ভোলায় গুড়িয়ে দেওয়া হলো জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ ৩টি শেখ মুজিবের ম্যুরাল ভোলায় গুড়িয়ে দেওয়া হলো জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ ৩টি শেখ মুজিবের ম্যুরাল - ajkerparibartan.com
ভোলায় গুড়িয়ে দেওয়া হলো জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ ৩টি শেখ মুজিবের ম্যুরাল

4:55 pm , February 7, 2025

ভোলা প্রতিবেদক ॥ ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় , জেলাপ্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে বুলডোজার দিয়ে  ভাংচুর শুরু হয়। প্রথমে শহরের নতুন বাজার পৌরসভার সামনে নির্মিত ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এরপর একে একে শহরের জেলা প্রশাসক কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়ের সামনের ম্যুরালটি গুড়িয়ে দেয়। রাত সাড়ে ১১টায় শহরের বাংলাস্কুল মোড়স্থ  জেলা আওয়ামী লীগ কার্যালয়টি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। এ সময় অনেকে উল্লাস করে বলেন, আওয়ামী লীগের কোন আস্তানা ভোলায় রাখবো না। আওয়ামী লীগ দেশের জন্য ক্ষতিকর। তারা এখনো বাইরে বসে ষড়যন্ত্র করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT