3:19 pm , January 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলেল প্রথিতযশা হোমিওপ্যাথিক চিকিৎসক এবং এ্যাপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ডা. এ এমএম আরিফুর রহমান আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শুক্রবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। তিনি একপুত্র ও এক কণ্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ডা. আরিফুর রহমান অনেক দূরারোগ্য ব্যাধি নিরাময়ে সাফল্য ও সুখ্যাতি অর্জন করেছেন। তিনি নগরীর ফরেস্টার বাড়ীর মরহুম আবদুল লতিফ ফরেস্টারের নাতী।
তিনি অধুনালুপ্ত অরিফুর রহমান কমার্স কলেজেরও প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও তিনি লতিফা আরিফ মহিলা মাদ্রাসা ও নগরীর টিয়াখালীতে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। শুক্রবার বাদ জুম্মা নিজ বাসভবনের সামনে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে স্ত্রীর কবরের পাশে মরহুমকে দাফন করা হয়। আরিফুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।