নগরীতে বিনামূল্যে ছানি অপারেশনের রোগী বাছাই ১৮ ডিসেম্বর নগরীতে বিনামূল্যে ছানি অপারেশনের রোগী বাছাই ১৮ ডিসেম্বর - ajkerparibartan.com
নগরীতে বিনামূল্যে ছানি অপারেশনের রোগী বাছাই ১৮ ডিসেম্বর

4:26 pm , December 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর আয়োজন ও আর্থিক সহযোগিতা এবং ইস্পাহানী  ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ১৮ ডিসেম্বর বুধবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং  ছানি অপারেশনের রোগি বাছাই করা হবে।
প্রাথমিকভাবে বাছাইকৃত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং ১৯ ডিসেম্বর অপারেশন করা হবে। এই সময় থাকা, খাওয়া, অপারেশন ও ওষুধের খরচ আয়োজনকারী প্রতিষ্ঠান বহন করবে।
স্থান : সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন,  আগরপুর রোড, বরিশাল (সরকারি মহিলা কলেজ গেট এর দক্ষিণ পাশে)। সময়: সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT