শেখ হাসিনার সরকার মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল -চরমোনাই পীর শেখ হাসিনার সরকার মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল -চরমোনাই পীর - ajkerparibartan.com
শেখ হাসিনার সরকার মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল -চরমোনাই পীর

4:01 pm , November 24, 2024

বিশেষ প্রতিবেদক ॥ বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের আন্তর্জাতিক মহাসম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিতর্কিত সিলেবাসের মাধ্যমে এদেশের মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল। তারা বিতর্কিত সিলেবাসের নামে দেশের ধর্মপ্রাণ মানুষকে ধর্মহীন শিক্ষায় শিক্ষিত করে নাস্তিক বানাতে চেয়েছিল । ৬ষ্ঠ শ্রেণির বইতে শরীফ শরীফার গল্প এনে ট্রান্সজেন্ডার’কে উৎসাহিত করার ষড়যন্ত্র করে। অথচ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য পুস্তক থেকে ইসলামের ৪ খলিফার জীবনী বাদ দিয়েছিল। তবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে তাদের পিছু হটতে হয়েছে। নীল নকশা অনুযায়ী তাদেরকে বিতর্কিত সিলেবাস বাস্তবায়ন করতে দেয়া হয়নি।
গত শনিবার রাতে বরিশালের হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এ সম্মেলনে চরমোনাই পীর বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ২০১২ সালের শিক্ষা সিলেবাস সম্পূর্ণ বাতিলের দাবী জানান। একই সাথে কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের ৭ দফা দাবীকে যুক্তিযুক্ত মনে করে তার সাথে সহমত পোষন করেন এবং বর্তমান সরকারকে তা বাস্তবায়নেরও দাবী জনান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বেফাক শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজত ইসলাম বাংলাদেশের  সহ-সভাপতি মাওলানা জুনায়েত আল হাবীব, যুগ্ম মহাসচিব মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মওলানা মুফতি হারুন এজাহার এবং জাতীয় মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী, সাধারন সম্পাদক মাওলানা রেজাউল করিম, চরমোনাই মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আলম সিদ্দিকী সহ অন্যান্য ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT