4:13 pm , November 7, 2024
চরফ্যাশন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশনে মায়ের সাথে অভিমান করে নুরহাজান বেগম (১৫) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃস্পতিবার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আশ্রায়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল শেষে ময়না তদন্ত ছাড়াই নিহত তরুণীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত তরুণীর বাবা পেশায় একজন শ্রমিক। তিনি ঢাকায় থাকেন। দুই মেয়েকে নিয়ে মা তাছলিমা বেগম একাই আবাসনের ঘরে বসবাস করতেন। সকালে তরুণীর মা ছোট মেয়ে নুরহাজানকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করেন। পরে বড় মেয়েকে সাথে করে তিনি স্থানীয় আটকপাট বাজারে কেনাকাটা করতে যান। নিহত তরুণী একাই ঘরে ছিলেন। প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের আড়ার সাথে তরুণীকে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত তরুণীর পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়।