সিটি মেয়রের বিরুদ্ধে অপ-প্রচারকারী কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেপ্তার সিটি মেয়রের বিরুদ্ধে অপ-প্রচারকারী কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেপ্তার - ajkerparibartan.com
সিটি মেয়রের বিরুদ্ধে অপ-প্রচারকারী কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেপ্তার

4:20 pm , May 30, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ফেসবুকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার মামলায় কথিত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া মাসুদ সিকদার (৪৪) বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকার ফকির ম্যানসনের তিন তলার ভাড়াটিয়া এবং বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের মৃত মোক্তাদির হোসেনের ছেলে। সে নিজেকে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারী মহানগর যুবলীগ নেতা পরিচয় দেন। মহানগর যুবলীগ নেতা পরিচয় দিয়ে নগরীতে ব্যানার পোষ্টার টানিয়েছে মাসুদ সিকদার। ফেসবুক আইডির তার প্রোফাইলে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও তার স্ত্রী লিপি আব্দুল্লাহর সাথে থাকা ছবি এবং কভারে সাদিক আব্দুল্লাহর সাথে থাকা ছবি ব্যবহার করেছেন। তবে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, মাসুদ সিকদার মহানগর যুবলীগের কোন পদে নেই। এমনকি মহানগরের ৩০ ওয়ার্ডের কোন কমিটিতেও সদস্য নন তিনি। কোতয়ালী মডেল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগে সাইবার আইনে একটি মামলা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল বাদী হয়ে মামলা করেন। মামলার একমাত্র আসামী মাসুদ সিকদারকে বুধবার দিনগত রাত দেড়টার দিকে নগরীর রূপাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বরাতে বাদী অভিযোগ করেছে, আসামী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে। মিথ্যা ও বিভ্রান্তিমুলক পোষ্ট দিয়ে সাধারন জনগনের মধ্যে বিশৃংখলা সৃষ্টি তৈরি করে। তেমনি প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে মাসুদ সিকদার তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং সাধারন জনগনের নিত্য প্রয়োজনীয় সেবাকে ক্ষতি করতে ইচ্ছাকৃতভাবে আইনশৃংলার অবনতি ঘটাতে পোষ্ট দিয়ে উঃসাহ দিয়েছে। আসামী মাসুদ সিকদার তার ফেসবুক আইডি থেকে গত ১৪ মে থেকে ২৯ মে বিভিন্ন সময় দেয়া পোষ্টে উল্লেখ করেছে “ঘূর্নিঝড় রিমালকে পুজি করে ৮ কোটি টাকা ভাউচারের ত্রান নাটক অবশেষে সমালোচনার মুখে পড়ে ঘুর্নিঝড় বিদায় হওয়ার পরদিন শুধুমাত্র শুকনো মুড়ি দিয়ে ফটোসেশন করে হালাল করে নিলো ! নতুন বরিশালের অঙ্গীকার জনগনের মাঝে শুধুই মাত্র হাহাকার!!”। পরবর্তীতে “ঘুর্নিঝড় রেমাল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেলো, বরিশাল সিটি কর্পোরেশন অভিভাবক শুন্য” এবং নতুন বরিশালের অঙ্গীকার জনগনের মধ্যে হাহাকার পোষ্ট দিয়েছেন। বাদী উল্লেখ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোষ্ট অজ্ঞাতদের সহায়তায় শেয়ারের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের সাধারন জনগনসহ, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্নধর্মের অনুসারীদের মধ্যে শত্রুতা ও ঘৃনা সৃষ্টি করেছে। এছাড়াও জনগনের সেবার মানকে ক্ষতিগ্রস্থ করেছে। মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচারনা করে সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের মানহানি হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না বলেন, মাসুদ সিকদার সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মেয়াদে নগরীতে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে ২০ টাকা করে চাঁদা উত্তোলন করতো। মাসুদ সিকদার বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারিয়েছে। মহানগর যুবলীগ নেতা পরিচয় দেয় এবং নগরীতে ব্যানার ফেস্টুনে বিভিন্ন ভুয়া পদবি উল্লেখ কররেও তার কোনো সাংগঠনিক পদ নেই। মাসুদ সিকদাররের ফেসবুক আইডি ঘুরে দেখা গেছে ১৭ ঘন্টা পূর্বে একটি পোষ্ট দিয়েছেন। সেই পোস্টে লিখেছেন “আমাকে না হয় মামলা দিয়ে আটকাবেন, তবে জনগনের মুখ কি দিয়ে আটকাবেন”।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT