গায়ে হলুদ শেষে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বরের লাশ উদ্ধার গায়ে হলুদ শেষে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বরের লাশ উদ্ধার - ajkerparibartan.com
গায়ে হলুদ শেষে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বরের লাশ উদ্ধার

4:25 pm , May 25, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বরের লাশ উদ্ধার হয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে ঘটনাস্থলের অদুরে লাশ ভেসে উঠে বলে ওসি মো. জাফর আহম্মেদ জানান। গায়ে হলুদ দেয়া পর শুক্রবার দুপুর পৌনে একটার দিকে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় বর মিরাজুল ইসলাম আরিফ (২৪)। সে গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে ও স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান স্বজনদের বরাতে বলেন, আরিফ দু.সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে অপর দুইভাই সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে। এ সময় ¯্রােতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ। বরের চাচা শ্বশুর সেলিম সিকদার জানান, দুপুরে খাওয়া দাওয়া শেষে কনেকে নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিলো। কিন্তু নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেছে। তাই কনেকে নিয়ে যাওয়া হয়নি।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, ঘটনার পর থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা তল্লাশী করে পায়নি। শনিবার ভোর থেকে স্বজনরা ট্রলার নিয়ে নদীতে খুজতে থাকে। বিকেল তিনটার দিকে ঘটনাস্থল থেকে অদুরে লাশ ভেসে উঠে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT